মুন্সীগঞ্জে ঈদের কেনাকাটা করতে এসে মোবাইল চুরির অপবাদে এক নারী ক্রেতাকে মারধর করেছে পাল ক্লথের মালিক ও কর্মচারীরা। আজ শনিবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের বাজার সংল্গন পাল ক্লোথ স্টোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বিকেলে নারী ক্রেতা ডালিয়া আক্তার (২৮) কেনা কাটা করার উদ্দেশ্যে পাল ক্লোথ স্টোরে প্রবেশ করে। পরে তাকে অজ্ঞাত এক মহিলা মোবাইল চুরির অপবাদ দেওয়া হয়। এর পরপরই মালিক ধুলুপালসহ তার কর্মচারীরা ওই যুবতীর শরীরে তল্লাশী চালিয়ে ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারী ক্রেতা ডালিয়া আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দোকান মালিক ধুলুপালকে আটক করে সদর থানায় নিয়ে আসে। এ ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, মারধরের বিষয় না-এটা সামান্য ভুল বুঝাবঝি হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে কোন পক্ষ অভিযোগ না করায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চুরি হওয়া মোবাইল মালিক সে অজ্ঞাত মহিলাকে খুঁজে পাওয়া যায়নি।