১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:৫৯
মুন্সিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার-২০১৮ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টর মাঠ প্লাঙ্গনে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন প্রোগামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। প্রধান অতিথি বক্তব্য শেষে নেটিজেন আইটি লি: এর সফটওয়্যারে এসএমএস এর মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান আনিস, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, মুন্সিগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আবু সালেহ্ মোঃ মহিউদ্দিন খা, সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ ।

এর আগে সকালে মেলা উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়, এতে অংশ নেয় অতিথি বৃন্দরা। মেলায় ৭টি প্যাবিলিয়নে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টোর ।

error: দুঃখিত!