৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৩৪
মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৪ জনকে কুপিয়ে জখম
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিনিধি॥ টঙ্গীবাড়ী উপজেলা পাচগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেন (৫২) এবং আবু সহিদ বেপারীকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, দির্ঘদিন যাবৎ পাচঁগাও গ্রামের আবু ছামাদ বেপারী এর সাথে প্রতিবেশী আফজাল হোসেন গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু ছামাদ , তার ছেলে পিন্টু বেপারী, মেয়ে সুইটি আক্তার ও স্ত্রী লাইজু বেগম রামদা, লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষের আফজাল হোসেন (৫২), আবু সহিদ বেপারী (৩৮), সালমা বেগম (৩৫) ও এসহাক বেপারীকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে আ. ছামাদ জানান, আফজাল এর ভাড়টিয়া সন্ত্রাসীদের অঘাতেই তারা আহত হয়েছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীর হোসাইন জানান, এ ব্যাপারে পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!