২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:২৮
মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতা আসিফ হাওলাদারের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পাশে প্রধান সড়ক অবরোধ করে প্রায় আধা ঘন্টা বিক্ষোভ মিছিল করে মুন্সীগঞ্জ জেলা ও মুন্সীগঞ্জ সদর উপজেলার ছাত্রলীগের নেতা কর্মীরা । এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে । পরে কেন্দ্রীয় শহিদ মিনারে এক প্রতিবাদ সামাবেশের আয়োজন করা হয় ।

জেলা ছাত্রলীগের সভাপতি মো: ফয়সাল মৃধার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সাধারন সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো: সুরুজ মিয়া সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দরা । অপরদিকে মুন্সীগঞ্জের ৬টি উপজেলায়ও উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা মৃত ছাত্রলীগ নেতা আসিফ মৃত্যুর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন । পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন । সুষ্ট বিচার না হলে তারা আরো বড় ধরনের কর্মসূচী দিবে বলে জানান, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা ।

উল্লেখ্য,মাদক ব্যবসায়ীদের বাধা দেয়া ও ইউপি নির্বাচনের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর পুলিশের হয়রানি মামলায় গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আসিফ হাওলাদার (২১) কে আটক করে কোর্টে চালান করে । কারাগারে থাকার পর রোববার সকালে তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান। এর আগে গত ১২ এপ্রিল রাত ৯টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার কোলা গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। নিহত আসিফ হাওলাদার কোলা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি (ডিইউপিএস) কোর্স করছিলেন।

error: দুঃখিত!