নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর পুরতন ফেরীঘাট মোড় থেকে নয়াগাও মধ্যপাড়া মসজিদ পর্যন্ত ৪৫মিনিট ব্যাপ্তি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজটে ৬০-৭০ টি ছোট ও মাঝারী আকারের যানবাহন ও কয়েকটি পণ্যবাহী গাড়ি আটকা পরে। এসময় স্কুল-কলেজগামী অসংখ্য শিক্ষার্থী ভোগান্তিতে পড়েন।
আজ ২৯জুলাই বুধবার দুপুর দেড়টা’র দিকে মুক্তারপুরে এই যানজট দেখা যায়।
যানজটে আটকা পড়া পণ্যবাহী গাড়ির চালক শামীম (৩৭) জানান-মুক্তারপুর পেট্টোল পাম্প থেকে পঞ্চসার দিয়ে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এই রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। মূলত একারনেই এ রাস্তায় যান চলাচল আগের তুলনায় বেড়ে গেছে।
মুক্তারপুর পেট্টোল পাম্প থেকে পঞ্চসার দিয়ে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট পর্যন্ত রাস্তায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটিতে ইটের সুড়কি ফেলে সংস্কারের কাজ করা হচ্ছে। আর একারনে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল অনেকটা কমে গিয়ে বিকল্প ঐ রাস্তাটিতে আজকে গাড়ির চাপ বেড়ে গেছে। আর এথেকেই যানজটের সৃষ্টি হয়েছে।