৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:৩৩
মুন্সীগঞ্জের ডিএসএলআর খোর !
খবরটি শেয়ার করুন:

শেখ রাসেল, টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের বেপাড়ী বাড়ীর ছেলে নাসায়াত রবিন সল্প দৈর্ঘোর চলচিত্র “ডিএসএলআর খোর” নামক চলচিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির পরিচালক তানভীর জিসান। নায়িকার চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য লিসা। এছাড়া আরো অভিনয়ে আছেন ইয়াসিন বিন আড়িয়ান ,জুয়েল রুস্তম সহ অনেকেই।

নাসায়াত রবিন জানান, এটি বর্তমান সময়ের আদলে করা একটি ভিন্ন মাত্রার চলচিত্র।

error: দুঃখিত!