জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
সোমবার বিকালে তিনি শ্রীনগর সিরাজদিখান উপজেলার স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রার্থী হিসেবে শেখ সিরাজ বলেন, আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, এলাকার উন্নয়ন ও জনগনের সেবা করার লক্ষ্যে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করছি। তাদের পাশে রয়েছি। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।