২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:১৫
মুন্সিগঞ্জ সদরে সড়ক দূর্ঘটনায় অাহত ৫
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টঙ্গীবাড়ী সড়কের মুন্সিগঞ্জ সদর উপজেলা’র পঞ্চসার ইউনিয়নের দশকানি’র সামনে ট্রাক ও অটো’র মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ ও নারী সহ ৫জন অাহত হয়েছে।

অাজ ৩নভেম্বর মঙ্গলবার সকাল ৭টা’র দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে টঙ্গীবাড়ীগামী একটি দ্রুতগতির ট্রাক অপর প্রান্ত থেকে অাসা ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে ট্রাকটি দ্রুত স্থানত্যাগ করে চলে যায়।

এতে যাত্রীবাহী অটোটিও দুমড়ে-মুচরে যায়।

এসময় অটোতে থাকা ৪জন নারী ও একজন বৃদ্ধ অাহত হন। তারা নারায়ণগঞ্জের ফতুল্লায় তাদের এক মৃত স্বজনের জানাযায় অংশ নিতে যাচ্ছিলেন।

তবে অাহত ব্যাক্তিদের নাম-ঠিকানা জানা যায় নি।

error: দুঃখিত!