১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৩৭
মুন্সিগঞ্জ সদরে ফেন্সিডিল সহ গ্রেফতার ১
খবরটি শেয়ার করুন:
22

মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে অভিযান চালিয়ে ২০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে এসআই সালাম, রেজাউল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সদরের রামপাল দালালপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে অভিযান চালিয়ে ২০২ বোতল ফেন্সিডিল সহ আরমান (৩৪) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মো. আরমান (৩৪) সে সদর উপজেলার হাটলক্ষীগঞ্জ এলাকার আমির হোসেন মোল্লার ছেলে। সে রামপাল ইউনিয়নের দালালপাড়া গ্রামের জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।