১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:১৩
মুন্সিগঞ্জ সদরে ইয়াবা সহ আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে ৬ শত ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

সদর উপজেলার মুন্সীরহাটের বাইদা বাড়ি মোড়ে দুলালের দোকানের সামনে থেকে মো: শরিফ (২১) নামের ব্যক্তির কাছে তল্লাশি করে ৬ শত পিচ ইয়াবা ট্যবলেট উদ্ধার করে। সে সদর উপজেলার টরকী গ্রামের মো: আলী বেপারির ছেলে।

সদর থানার এস আই মোতাব্বির জানান, গত ২৯ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মুন্সীরহাট সংলগ্ন বাইদা বাড়ি এলাকার দুলালের দোকানের সামনে সড়কে শরিফকে তল্লাশি করে তার কাছে ৬শত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পরে রোববার (৩০ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন গাজী।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

error: দুঃখিত!