১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ সদরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আজ বুধবার (৩০ জুন) বিকালে মোল্লাকান্দির কংশপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজাহার উদ্দিন গ্রুপ (বর্তমান মোল্লাকান্দি ইউনিয়নের মেম্বার) ও মোসলেম উদ্দিন গ্রুপ এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, কংশপুরা এলাকার মৃত শফিউল্লাহ এর ছেলে আহসান উল্লাহ (৩২), কামাল হাওলাদার এর পুত্র আব্দুর রশিদ (২৫) ও ইসমাইল এর পুত্র ইউনুস (২৫)। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। একজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!