২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:০৯
মুন্সিগঞ্জ শহরে আগুনে পুড়ে গেলো পাঁচটি দোকান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকায় আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকানঘর।

বুধবার সকাল সাড়ে সাতটার সময় আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে তার আগেই দুটি হোটেল, একটি সেলুন, একটি চায়ের দোকান ও একটি ম্যাকানিকেল দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈঠকখানা হোটেলের বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এবং এতে ক্ষতির পরিমান ১০ লাখ টাকা বলে ধারণা করছেন তিনি।

error: দুঃখিত!