মুন্সিগঞ্জ, ১৯ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিযানে মুন্সিগঞ্জ শহর থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা সহ গ্রেফতার হওয়ার পর মুন্সিগঞ্জ শহরজুড়ে নানা আলোচনা চলছে।
ডিবি বলছে আটক ইয়াবা ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে শহরের বেশ কয়েকজন বড় বড় মাদক ব্যবসায়ীদের নাম ঠিকানা প্রকাশ করে দিয়েছে। তবে এখনই সেই নাম-ঠিকানা তারা প্রকাশ করে দিতে চায় না গোয়েন্দা পুলিশ।
ডিবি জানায়, গতকাল মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার কোটগাঁও এলাকার মোক্তার হোসেনের ছেলে রবিন মিয়া (৩০)কে (৫০) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
রবিনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ইতিপূর্বে সে মাদক মামলায় পাঁচ বছর সাজাও ভোগ করেছে।
আটকের পর রবিন জানায়, সে মুন্সিগঞ্জ শহরের বড় বড় নামকরা কয়েকজন মাদক ব্যবসায়ীর ক্যারিয়ার হিসেবে কাজ করে।
মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।