৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৩৫
মুন্সিগঞ্জ ‘প্রদীপের নিচে অন্ধকার’- সংসদে মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

[one_fifth_last]বাংলাদেশ অাওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সদর গজারিয়া অাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের উপর ধন্যবাদ জ্ঞাপনে বক্তৃতাকালে বলেছেন, মুন্সিগঞ্জ জেলা হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার।

প্রায় ১৩মিনিটের বক্তব্য দেয়ার সময় স্পিকার তাকে থামিয়ে দিলে তিনি বিনয়ের সুরে সময় চাইলে প্রধানমন্ত্রীকে তার দিকে চেয়ে মুচকি হাসি দিতে দেখা যায়। হেসে দেন স্পিকারও।

বক্তব্যকালে সংসদকে তিনি জানান, জেলায় সড়ক ও জনপদ বিভাগের অধীনে ৩০টি সেতু নির্মিত হচ্ছে।

তিনি এসময় অারও বলেন, জামায়াতের দোষর খালেদা জিয়ার স্থান হওয়া উচিৎ কারাগারে।

মৃণাল কান্তি দাস প্রধানমন্ত্রীর কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ভবেরচর, রসূলপুর হয়ে গজারিয়া লঞ্চঘাট পর্যন্ত সড়কটি সংস্কার করে দিতে সংশ্লিষ্ট মন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দিতে এবং গজারিয়ার সাথে মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ফেরি চালু করে দিতে অনুরোধ জানান।

মৃণাল কান্তি দাস বলেন, গত কয়েক মাস যাবৎ বাংলাদেশের রাজনীতিক অঙ্গন অত্যন্ত শান্তিপূর্ণ ও স্থিতিশীল রয়েছে।
জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাস্টারমাইন্ড খালেদা জিয়ার নেতৃত্বাধীন অশুভ জোটকে কঠোর নজরদারিতে রাখার কারণে। তাদের যেকোন অন্যায় অপকর্মের বিরুদ্ধে নূন্যতম শৈতিল্য প্রদর্শন না করায়। এতিমের টাকা আত্মসাৎকারী খালোদা জিয়া ও তার পারিষদবর্গকে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত, দুর্নীতি অনিয়ম, বিদেশে অর্থ পাচার, জঙ্গিবাদের সাথে পৃষ্টপোষকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ আইনী কাঠামোতে না এনে মুক্ত দুনিয়ায় অব্যাহতভাবে বিচরণ করতে দিলে সভ্যতা লজ্জা পাবে।

তিনি আরো বলেন, আমি বিস্মিত হই। সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দেশে ফিরে আনার কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আদালত অবমাননাকারী ও এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার বিচারকার্য ধীর লয়ে চলে! মামলা কেন নিষ্পত্তি হয় না! এই অশুভ শক্তির স্থায়ী বিনাশ হওয়া উচিত। এদের অপরাধের মাত্রা তাদের দোসর ফার্সির দন্ড ভোগকারী শীর্ষ যুদ্ধাপরাধী সাকা, নিজামী কাসেম আলী কাদের মোল্লার চেয়েও কোন অংশে কম নয়। এদের প্রতি শৈতিল্য দেখানো আত্মহননের নামান্তর।

তিনি আরো বলেন, গণতন্ত্রের নামে যারা এদের পৃষ্ঠপোষকতা ও সমর্থণ দান করে তারাও প্রকৃত অর্থে স্বাধীনতা, গণতন্ত্র, মানবতা ও জাতীয় অগ্রগতি এবং উন্নয়নে বিশ্বাস করে না। বিএনপিকে আর প্রথাসিদ্ধ কোন রাজনৈতিক দল বলা চলে না। তারা সন্ত্রাস ও জঙ্গি নির্ভর একটি সংঘবদ্ধ অপরাধী চক্রে পরিণত হয়েছে। তাই অনতিবিলম্বে লন্ডনে বসে আইএসআইয়ের ক্রীড়ানক ও মুম্বাইয়ের মাফিয়া ডন পাকিস্তানে পলাতক দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ দোসর তারেক রহমানকে দেশে ফিরে এনে শাস্তি ভোগ নিশ্চিত করা হোক। পাশাপাশি বেগম খালেদা জিয়াসহ তার পারিষদবর্গেরও বিচার কার্য দ্রুত সম্পন্ন করার দাবি করেন তিনি।

error: দুঃখিত!