২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:২৭
মুন্সিগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডে ধারাবাহিক চুরির ঘটনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৮ নভেম্বর, ২০১৯, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১ টা’র দিকে মুন্সিগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের রুহিতপুর মাদবর বাড়ি চুরির ঘটনা ঘটে৷

ঘটনার বর্ননায় বাড়ির মালিক আশরাফুল হক সাগর প্রতিবেদক কে জানান, ডোপ্লেক্স বাড়ির ছাদের টিনের স্ক্রু খুলে দুষ্কৃতকারীরা তার স্ত্রী শিক্ষিকা লীপি আক্তারের ১২ ভরি স্বর্নালঙ্কার, নগদ ৫ হাজার টাকা ও রেজিস্ট্রার সিমকার্ট সহ একটি স্মার্টফোন চুরি করে।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলে সদর থানার এস আই হারুন ঘটনাস্থল পরিদর্শন করে যান।

এর আগে গত ২০ শে নভেম্বর আনুমানিক মধ্যরাতে সাবেক সরকারি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান পান্নু বাসায় চুড়ির ঘটনায় কলের মটর, ১৬ টি খাম ও কম্প্রেসার চুরি হয়।

এছাড়াও গত ২২ নভেম্বর রাতে সাবেক ব্যাংক কর্মকর্তা আল-আমীন আলমগীরের বাসার রেলিং এ উঠে জানালা দিয়ে তার স্ত্রী সালমা আক্তাতের গলার চেইন ও কানের দুল চুরি করে।

সম্প্রতি এই চুরি ধারাবাহিক চুরির ঘটনায় পরিণত হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

error: দুঃখিত!