মুন্সিগঞ্জ, ১৪ জুলাই ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
দশ বছর পর শনিবার (১৩ জুলাই) মুন্সিগঞ্জ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে এতে কোন নতুন নেতৃত্ব উঠে আসেনি। পূর্বের কমিটিকেই বহাল করা হয়েছে সম্মেলনের মাধ্যমে।
সর্বশেষ ২০১৪ সালে মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট আব্দুল মতিন সভাপতি ও সাইদুর রহমান ভুইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গতকাল দশ বছর পর যে সম্মেলন আয়োজন করা হয় সেখানে তাদের হাতেই পুনরায় নেতৃত্ব তুলে দেয় জেলা আওয়ামী লীগ।
সম্মেলনের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন দ্বিতীয় অধিবেশনে ২৩০ জন কাউন্সিলরের কাছ থেকে সম্মতি নিয়ে ওই দুইজনকে সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা যায়, গেল কয়েকদিন ধরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলর নির্বাচিত করা হয়। কিন্তু জেলার গুরুত্বপূর্ণ এই শহর কমিটিতে নতুন কোন প্রার্থী না থাকার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিস উজ্জামান আনিস, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ অতিথিবৃন্দ। এরপর শুরু হয় সম্মেলনের প্রথম অধিবেশন।