২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৫৩
মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে জুতাপেটার শিকার যুবক!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে দায়িত্বে থাকা আনসার ও কম্পিউটার অপারেটরের হাতে মারধর ও জুতাপেটার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নাগরিক মনির মীর (২১)। তিনি শ্রীনগর উপজেলার বালাশুর ইউনিয়নের কামারগাও এলাকার শামসু মীরের পুত্র।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে জেলা শহরের খালইস্ট এলাকায় মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনির মীর অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় বাসা থেকে রওনা দিয়ে সাড়ে দশটার দিকে পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট প্রদানের উদ্দেশ্যে সিরিয়ালে দাড়াই। কিন্তু বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অপেক্ষা করেও ফিঙ্গার দিতে পারিনি। একপর্যায়ে বিরক্ত হয়ে দরজায় জোরে থাপ্পর মারি। এতে ক্ষুব্ধ হয়ে পাসপোর্ট অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শাজালাল ও আনসার সদস্য মনির ১০৬ নং কক্ষে নিয়ে আমাকে প্রথমে কিল-ঘুষি ও একপর্যায়ে জুতাপেটা করেন। পরে আমি বিষয়টি উপ পরিচালককে জানালে তিনি আপস-মীমাংসার চেষ্টা করেন।

অভিযোগের বিষয়ে শাহজালাল ও মনিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস মুন্সিগঞ্জের উপ পরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, নিচতলায় হট্টগোলের খবর পেয়ে আমি তাদের ডেকে পাঠাই। পরে তাদের নিজেদের মধ্যে নিজেরা সমঝোতা করে ফেলেন। জুতাপেটা-মারধরের অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।

error: দুঃখিত!