মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে লেগুনায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সদরের মুক্তারপুর স্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, আইন অমান্য করে যাত্রীদের থেকে ৩০ টাকার ভাড়া ৪০ টাকা আদায় করছিল।
মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে বেশকিছু লেগুনার যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়।
ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মালিক উপস্থিত না থাকায় সুপারভাইজার মো. সেন্টুকে এ জরিমানা করা হয়।