২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৫৩
মুন্সিগঞ্জ থেকে আটক কলেজ ছাত্র জঙ্গি সংগঠনের সদস্য- র‌্যাব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা শহরের মাঠপাড়া এলাকার পিকলুস প্লাজা থেকে আটক মুন্সিগঞ্জ কলেজের ছাত্র রায়হান (১৮) আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

মুন্সিগঞ্জ র‌্যাব-১১ সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এ খবর নিশ্চিত করেছেন।

এনায়েত হোসেন মান্নান বলেন, ‘র‌্যাব-২ এর একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় যাকে আটক করা হয় সে ব্যক্তি জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য।’

‘তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে। তাকে অবৈধ অনেক জিনিসসহ আটক করা হয়েছে। বিস্তারিত র‌্যাব-২ জানে। তবে, তার জঙ্গি কর্মকাণ্ড সম্পর্কে সম্পৃক্ততা পুরোপুরি পাওয়া গেছে। র‌্যাব-২ তাকে ঢাকায় নিয়ে গেছে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের চারটি গাড়ি অভিযানে অংশ নেয়। তখন মুন্সিগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র রায়হানকে সদর উপজেলার মাঠপাড়া এলাকার পিকলুস প্লাজা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

রায়হানের পাশের ফ্ল্যাটের বাসিন্দা সরকারি হরগঙ্গা কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী করিম বলেন, “সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে ছোট ভাইদের ও কেয়ারটেকারের কাছ থেকে শুনি র‌্যাবের চারটি গাড়ি এসেছে। তাদের সাথে হ্যান্ডকাফ পরানো আরও দুই ছেলে ছিল। আমরা পাশের ফ্ল্যাটে ছিলাম। র‌্যাব চলে গেলে আমরা বের হয়ে শুনি রায়হানকে ধরে নিয়ে গেছে।”

error: দুঃখিত!