মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন (তিনদিন ব্যাপী ট্রেনিং) কোর্স চলছে।
বুধবার দুপুরে মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের লোহারপুলে টিটিসি ভবনে দেখা যায়, ৩ দিনব্যাপী এই ট্রেনিং কোর্সে অংশ নিয়েছে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মুন্সিগঞ্জের প্রিন্সিপাল ও ইনচার্জ শাহনাজ আকতার জানান, বিদেশগামী কর্মীদের ৩ দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রতি সপ্তাহে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিদেশগামী কর্মীরা আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসছেন।
প্রশিক্ষণ নিতে যোগাযোগ করবেন যেভাবে- মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট, কাচারি চত্বর বা কোর্ট এর সামনে থেকে মহাকালি ইউনিয়নের কেওয়ার লোহারপুল বাজারে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মুন্সিগঞ্জ এ সরাসরি আসতে হবে। অথবা টেলিফোনে শাহনাজ আকতার, প্রিন্সিপাল-ইনচার্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। মোবা: ০১৫৫২৩৩৩২৮৮। ইমেইল- shahnaj0712@gmail.com ও munshiganjttc@gmail.com। এছাড়া মো. ওমর ফারুক, ওয়ার্কশপ এটেনডেন্ট- ০১৭১১৭৮২৬৮৫ নাম্বারেও যোগাযোগ করা যাবে।