মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খাঁনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
গজারিয়ায় বালু মহলে চাঁদা চাওয়া কে কেন্দ্র করে হাত কেটে আনন্দ মিছিল করার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকালে উপজেলার বৈদ্যারগাও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ সময় মানববন্ধণকারীরা সন্ত্রাসী চক্রের শাজাহান খান গংদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানান।
পরে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিম উদ্দিন ফরাজি, উপজেলা যুবলীগ নেতা হুমায়ন কবির সরকার, টেংগারচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ রকিবুল ইসলাম, ফজলুর রশিদ সরকার, ইউপি সদস্য নুরুজ্জামান শিকদার, আঃ ছাত্তার, আহত রোবেলের বড় ভাই সেলিম জাবেদ, স্ত্রী তানিয়া বেগম প্রমুখ।
বক্তাদের সকলের দাবী, শাজাহান খান জেলা যুবলীগ সভাপতি হওয়ার পর থেকেই ওই এলাকায় রোবেল, কবির, আওলাদ, দেলোয়ার, হাসিনা বেগমসহ অনেক সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা ও পঙ্গু করেছে। তাকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবী করেন মানববন্ধনকারীরা।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর গজারিয়া উপজেলার বৈদ্যারগাও গ্রামে মুন্সিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান গংদের কতিপয় দূর্বৃত্তরা হামলা চালিয়ে প্রতিপক্ষের আজিম সমর্থক রোবেলের হাত কেটে আনন্দ মিছিল করে। এ সময় সন্ত্রাসী চক্রের হামলায় আহত হয়েছে একই গ্রামের কবির (২৮)। সে অপর আহত রোবেলের বন্ধু। এ ঘটনায় রোবেলের স্ত্রী তানিয়া বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা করে। মামলার ৩ দিন পরও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনকারীরা। তারা দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানান।