মুন্সিগঞ্জ, ২৭ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত নারী আসামী হচ্ছে জাকিয়া (২৯)। সে সদর উপজেলার সিকদারবাড়ী (বাগবাড়ী) এলাকার মো. সোহেল এর স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল সোমবার বিকেল ৪ টার দিকে সদরের বাগবাড়ী গ্রামের সিকদার বাড়িতে অভিযান চালিয়ে জাকিয়া (২৯) নামের ওই নারীকে গাজাঁসহ গ্রেফতার করে।
এঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামী জাকিয়ার স্বামী মো. সোহেল পলাতক রয়েছে।
আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।