২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৪৯
মুন্সিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা
খবরটি শেয়ার করুন:

শিহাব অাহমেদঃ মুন্সিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

অাজ ২০এপ্রিল মুন্সিগঞ্জ জেলা পরিষদে অাগত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জেলা অাওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক হাজ্বী মোঃ মহিউদ্দিন অাহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের মা ও মাটির সন্তান, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন অপূর্ণ রেখে চলে গেছেন তা বাস্তবায়নে এসব জীবিত মুক্তিযোদ্ধারাই সমাজে থেকে এখনো লড়াই করে যাচ্ছেন।

মহিউদ্দিন এসময় মুক্তিযোদ্ধাদের যে কোন ব্যক্তিগত সমস্যায় তার কাছে অাসার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সচিব অাব্দুল্লাহ সাজ্জাদ।

error: দুঃখিত!