১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৫০
মুন্সিগঞ্জ জেলা নাগরিক কমিটির বিজয় উৎসব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা নাগরিক কমিটির আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

গতকাল শনিবার রাতে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় এ বিজয় উৎসব চলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আরিফ উল ইসলাম, শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল বিন সামাদ শুভ্র, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, মুন্সিগঞ্জ জেলা নাগরিক কমিটির সদস্য সচিব জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম স্বপন (খোকা), মুন্সিগঞ্জ জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোজাম্মেল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক প্রশিক্ষক গোলাম মোস্তফা, মুন্সিগঞ্জ চারুকলা সংস্থার সাধারণ সম্পাদক, সংগীতশিল্পী সোনিয়া হাবিব লাবনী, সংগীতশিল্পী এডভোকেট আক্তারুজ্জামান আবুল, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আরিফ মোড়ল, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান, সারে গা মা পা’র সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক যন্ত্রশিল্পী গোবিন্দ চন্দ্র মন্ডল, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, সেতুবন্ধন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আলম, এডভোকেট আরফান সরকার, নুরপুর আদর্শ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক তাইফুর রহমান শান্ত, নৃত্যসারথী পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

error: দুঃখিত!