২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | ভোর ৫:১০
মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন সকল কমিটি বিলুপ্ত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২০, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন সকল উপজেলা/থানা, পৌরসভা ও সাংঠনিক কলেজ সমূহের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

উক্ত ইউনিট গুলো সুশৃঙ্খল ও সুসংঠিত ভাবে গড়ে তোলার লক্ষ্যে নতুন কমিটিতে আগ্রহী প্রার্থীদের সদস্য ফরমের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি সংযুক্ত করে জেলা ছাত্রদলের কাছে আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থগিত আদেশ সম্পর্কে জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না জানান, দীর্ঘ দিন ধরে অকার্যকর থাকায় এই কমিটিগুলো পুনরায় গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নেয়া হয়৷ খুব শীঘ্রই নতুনদের সুযোগ করে দেয়ার লক্ষ্যে কলেজ গুলোর কমিটি থেকে ধাপে ধাপে উপজেলা/ থানা/ও পৌরসভা কমিটি গঠন করা হবে।

error: দুঃখিত!