১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৩৪
মুন্সিগঞ্জে ৮ ঘন্টার ব্যবধানে একই সড়কে ঝরল দুই প্রাণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮ ঘণ্টার ব্যবধানে একইস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও অজ্ঞাতনামা এক নারী পথচারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মোহাম্মদ ঢালীর ছেলে মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন ঢালী (৬৫) ও অজ্ঞাত পথচারী নারী (৬০)।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভবেরচর ঈদগাহ এলাকায় কুমিল্লা মুখী সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হর। এর ৮ ঘণ্টা আগে ভোর রাত আনুমানিক ৪টার দিকে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় নারী পথচারী নিহত হন।

এসব তথ্য নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে মরদেহগুলো ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!