৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৫৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৭০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের নৌ-পুলিশের পৃথক দুইটি অভিযানে প্রায় ৭০ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার পৃথক দুইটি অভিযানে এসব জাল জব্দ করা হয়।

মুন্সিগঞ্জে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খানের নেতৃত্বে সোমবার (১৮ মে) মুন্সিগঞ্জ সদরের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত কারেন্ট জালগুলোর বাজার মূল্য প্রায় ৪০ কোটি ৫০ লাখ টাকা।

সদরের গোসাইবাগ এলাকায় অভিযান পরিচালনার সময় মোহাম্মদ মহিউদ্দিনের কারেন্ট জাল তৈরির আয়রন ওয়াশিং মিল ইস্ত্রী কারখানাসহ আশপাশের আরো এলাকা তল্লাশি করে এই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অন্যদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ ৩০ কোটি টাকা মূল্যের ১ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে মুক্তারপুর নৌ-পুলিশ।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার মুন্সিগঞ্জ সদর উপজেলায় পৃথক দুটি এলাকায় সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ২ কোটি ৩৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৭০ কোটি ৫০ লাখ টাকা।

মো. কবির হোসেন আরো জানান, সদরের গোসাইবাগ এলাকা ও মিরকাদিমের সরকার পাড়া এলাকার আশেপাশের একাধিক স্থাপনায় মজুদ করে লুকিয়ে রাখা এসব অবৈধ কারেন্ট জালগুলো উদ্ধার করে মিরকাদিম নৌ-পুলিশ লাইন্স মাঠে নিয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এবং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দের উপস্থিতিতে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

error: দুঃখিত!