মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পাঁচ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র্যাব।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার কুচিয়া মোড়া আদর্শ ডিগ্রি কলেজ গেট সংলগ্ন গাংচিল বাস কাউন্টারের সামনে থেকে মো. জাবেদকে (৫৫) তারা আটক করেন।
জাবেদ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামের বাদশা মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রেতা জাবেদ দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে লুঙ্গি ফেরি করে বিক্রির নামে মাদক বিক্রি করে আসছিলেন।
“গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক এবং পাঁচ হাজার ৩০টি ইয়াবা, মাদক বিক্রির নগদ এক হাজার ১০০ টাকা, একটি মোবাইল ফোন ও ১৮টি নতুন লুঙ্গি উদ্ধার করা হয়।”
এ ঘটনায় জাবেদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।