৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:১৩
মুন্সিগঞ্জে ৫ মামলার পলাতক আসামি ‘নৌ ডাকাত’ জালাল মিঝি গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুর থানায় অন্তত ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ‘নৌ ডাকাত’ জালাল মিঝিকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ওসি বলেন, ‘জালাল মিঝি বাংলাবাজারের বানিয়াল এলাকার কাশেম মিঝির পুত্র। সে নৌ ডাকাতি, অস্ত্র মামলাসহ সর্বমোট ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া সে নিহত নৌ ডাকাত বাবলা মিজির ঘনিষ্ঠ সহচর।’

গ্রেপ্তারকৃত জালাল মিঝিকে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

error: দুঃখিত!