মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পরিবেশের ছাড়পত্র, ইট প্রস্তুতের লাইসেন্স এবং মাটি সংগ্রহের লাইসেন্স না থাকায় ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।
আজ রোববার দুপুর ২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার আকবরনগর এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে দন্ডাদেশ আরোপ করেন মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান ও শহিদুল ইসলাম।
অভিযানে মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স নুর ব্রিকস ম্যানুফ্যাকচারিং, বিসমিল্লাহ ব্রিকস, দেওয়ান ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস প্রত্যেককে ৫ লাখ টাকা করে সর্বমোট ২৬ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় ৩ টি ইটভাটা অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় তাদের ম্যানেজারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সিগঞ্জ পুলিশের একটি বিশেষ ফোর্স।