৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৫মাসে বিপুল অস্র-মাদক উদ্ধার, কমে অাসছে অপরাধ
খবরটি শেয়ার করুন:

ডেস্ক রিপোর্টঃ ২০১৬ সালের আগষ্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ মাসের ব্যবধানে মুন্সিগঞ্জে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অন্যান্য ২৭টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া জেলার ৬টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ হাজার ৮০৫ পিস ইয়াবা, ১০৮ কেজি গাজাঁ, ১৭’শ ২ বোতল ফেন্সিডিল, ২’শ ২ পুড়িয়া হেরোইন, ৩’শ ১৪ পিস বিয়ার, ৬৩ লিটার চোলাই মদসহ অন্যান্য ধরনের মাদক উদ্ধার করেছে থানা পুলিশ।

এর ফলে জেলার সর্বত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড কমে আসতে শুরু করেছে বলে পুলিশ সূত্র দাবি করেছে।

পুলিশের দেওয়া তথ্য মতে, বিগত ৫ মাসে ৪’শ ৭১টি মাদকদ্রব্য আইনে, ১৫টি অস্ত্র আইনে, ৪২টি নারী নির্যাতন, ২০টি হত্যা মামলা, ১০টি ধর্ষন মামলা, ৫টি ডাকাতি, একটি চোরাচালানসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ২২০টি মামলা রুজু করা হয়েছে।

এছাড়া ডিআর, সিআর ও দন্ডপ্রাপ্তসহ মোট ৮ হাজার ৮’শ ৪৮টি মামলা নিস্পত্তি করতে সক্ষম হয়েছে পুলিশ।

তবে সচেতন মহলের অভিমত, বিপুল পরিমানের অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার হলেও প্রকৃত আসামী গ্রেফতারের সংখ্যা তুলনামূলক কম হয়েছে। জেলার চিহ্নিত সন্ত্রাসীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় এখনও জেলার বিভিন্ন স্থানে অপরাধ মূলক কর্মকান্ড ঘটেই চলেছে।

বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকায় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসীরা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকলেও রেহাই পেয়ে যাচ্ছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী বলেন, বর্তমান জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমানের অস্ত্র ও মাদক উদ্ধার হওয়ায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হলে জেলার নিরীহ সাধারণ মানুষের আইনের প্রতি শ্রদ্ধা বাড়বে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

এ প্রসঙ্গে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম সাংবাদিকদের জানান, বিপুল পরিমানের অস্ত্র ও মাদক উদ্ধারসহ অপরাধমূলক মামলা রুজু ও নিস্পত্তিতে পুলিশ সফল হয়েছে। এছাড়া পুলিশের তালিকাভূক্ত যেসব আসামীরা এখনও আত্মগোপনে রয়েছে, তাদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!