মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সদর উপজেলার ভিটি শিলমন্দি ডায়েবেটিক সমিতি রোডে খালার বাড়ী যাওয়ার সময় মেরে রক্তাক্ত জখম করে ২লাখ টাকা ছিনতাই করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে গুরুতর আহত আরাফাতের ভাই আলাউদ্দিন দেওয়ান।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময়।
অভিযোগকারী আলাউদ্দিন (৩২) জানান, স্থান বিশাল (২২), রফিক (২৪), রাহিদুল (২২), দিনু (২৩), সাইফুল (২২), পারভেজ (২২) সহ আজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে আরাফাত রক্তাক্ত জখম করে ২ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ দায়ের করেছেন মুন্সিগঞ্জ সদর থানায়।
অভিযোগকারী আলাউদ্দিন জানান, তার ছোট ভাই মো: আরাফাত দেওয়ান (২০) ২লাখ টাকা নিয়ে ২১ মে দুপুর আনুমানিক ১২.২০ ঘটিকার সময় রিক্সাড নয়াকান্দি তার খালা রওশন আরার বাসায় যাচ্ছিলেন।
ডায়বেটিকস সমিতির নতুন রোড দিয়ে নয়াকান্দি খালার বাসায় যাওয়ার সময় দুপুর ১২.৩০ মিনিটে ভিটিশিলমন্দির এই রোডের ফাঁকা জায়গায় পৌছলে পূর্ব বিরোধের জের ধরে সকল বিবাদী লোহার রড ও কাঠের ডাসা নিয়ে মো: আরাফাত দেওয়ানকে পথ রোধ করে রিক্সা থেকে নামিয়ে এলোপাথারি বেধম মারধর করে। বিশাল তার ভাই আরাফাতকে হত্যার উদ্দেশ্যে মাথায় উপর্যপুরি আঘাত করিয়া মাথার তালুসহ মাথার পিছনে গুরুতর রক্তাক্ত ফাটা জখম করে। বাকীদের হাতে থাকা লোহার রড ও কাঠের ডাসা দিয়ে এলোপাথারিভাবে পিটাইয়া আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা বেদনা দায়ক জখম করে। মারপিটের মধ্যেই রফিক আমার ভাইয়ের প্যান্টের ডান পকেটে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমার ভাইয়ের ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা আমার ভাইকে সময় সুযোগ পাইলে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
উপস্থিত লোকজন মো: আরাফাতকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে গিয়ে আমার ভাই ও উপস্থিত অন্যান্য সাধারণ লোকদের মাধ্যমে উপরোল্লিখিত অপরাধীদের নাম জানতে পারি।
এ বিষয়ে সদর থানার ওসি আনিচুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।