মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ১২৬ বোতল ফেন্সিডিলসহ মো. বাবু (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলার ছনবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর এলাকার আঃ সামাদের ছেলে।
র্যাব-১০ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তার সজিব এন্টার প্রাইজের সামনের রাস্তা থেকে ফেন্সিডিলসহ বাবুকে আটক করে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।