২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৩৪
মুন্সিগঞ্জে ১০০ শিক্ষার্থীদের মধ্যে ইউএনও মেধাবৃত্তি প্রদান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ মার্চ, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ ছাত্র ছাত্রীদের মাঝে ‘ইউএনও’ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

উপজেলার বিভিন্ন প্রাইমারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের প্রত্যেককে নগদ ৪ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ এবং বিভিন্ন মাধ্যমিক স্কুলের বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের প্রত্যেককে ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। মেধাবৃত্তি পরীক্ষায় ২৬০০ ছাত্র ছাত্রী অংশ নিয়েছিল।

মঙ্গলবার (১০মার্চ) সকাল ১০টায় টংগিবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনারং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউএনও মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ এর ফলাফল ঘোষণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, বেতকা ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু, বিক্রমপুর টংগিবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান আবু বকর সিদ্দীক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তবর্গ।

error: দুঃখিত!