মুন্সিগঞ্জ, ২১ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলার চান্দের বাজার এলাকায় সড়কের পাশে গাছে বাঁধা অবস্থায় হোটেল শ্রমিক গোবিন্দ দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
গোবিন্দ দাসের ছেলে নুকুল দাস জানান, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে তার বাবা ঘর থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধ্যান পায়নি তারা। বের হবার সময় ঘরে থাকা ৩০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান গোবিন্দ দাস।
রোববার সকালে গোবিন্দ দাসের বাড়ি বালিগাঁও থেকে তিন কিলোমিটার দূরে চান্দের বাজার এলাকায় মরদেহের সংবাদ পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান।
পরিবারের দাবি, সড়কটি নিরব থাকায় টাকা ছিনিয়ে নিয়ে তাকে মেরে পরিধানের লুঙ্গিতে পেচিয়ে গাছে বেধে রেখে যায় ছিনতাইকারীরা। এর আগেও এ সড়কে হত্যার ঘটনা ঘটে।
টংগিবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের শরীর থেকে রক্ত ঝরার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বাকিটা পরিষ্কার হবে। এখনো থানায় মামলা হয়নি। ঘটনা উদঘাটনে চেষ্টা চলছে বলে জানান তিনি।