২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে হেফাজতের কর্মসূচি থেকে ৬ মাসের মধ্যে সরকার পতনের হুমকি (ভিডিওসহ)
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কেন্দ্রের ঘোষিত বিক্ষোভ সমাবেশের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ৬ মাসের মধ্যে সরকার পতনের হুমকি দিয়েছেন হেফাজতে ইসলাম, মুন্সিগঞ্জের ব্যানারে অংশ নেয়া খতমে নবুওয়াত আন্দোলন নামক একটি সংগঠনের প্রধান মুফতি নূর হোসাইন নূরানী।

আজ শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জুমার নামাযের পরে মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় পুলিশ ব্যারিকেডের মধ্যে আয়োজিত হেফাজতের বিক্ষোভ সমাবেশের কর্মসূচিতে এই বক্তব্য রাখেন তিনি।

এসময় মুফতি নূরানী বলেন, ‘মোদী কখনো মুসলামানদের কাছে গ্রহণযোগ্য হতে পারেন না। মোদীকে বাংলাদেশে এনে শান্তিপূর্ণ বাংলাদেশকে আপনি অশান্ত করলেন। রক্ত ঝড়াইলেন। আমরা যানি মাননীয় প্রধানমন্ত্রী বাতি নেভার আগে ধপ করে জ্বলে। আপনার যুবলীগ-ছাত্রলীগ যতই বাহিরে ফাটাফাটি করুক আপনার যে বিদায়ের সময় এসে গেছে আপনি বুঝে গেছেন। কিন্তু বিদায় নিয়ে যাবেন কোথায়? জায়গাটা খুঁজে পাচ্ছেন না!’

ভিডিও:

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিমকহারাম ও মীরজাফর বলে মন্তব্য করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যে ১৮ জনের রক্ত ঝরালেন সে রক্তের কি ক্ষমতা আপনি ৬ মাসের মধ্যেই তা টের পাবেন। তিনি বলেন, মোদীকে এনে যারা দেশকে কসাই খানা বানিয়েছে তাদের এদেশে ক্ষমতায় থাকার অধিকার নেই।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ্য করে নূর হোসাইন বলেন, ‘মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাসের ভাতিজা আপন দাসকে যদি আয়ত্তে আনতে না পারেন, সে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে চ্যালেঞ্জ করছি তাকে মুন্সিগঞ্জে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘এখন থেকে আমাদের নিজস্ব গোয়েন্দা থাকবে। দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের যারা থাকবেন, তারা যদি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেন, তাহলে ইঁদুরের বাচ্চার মতো ধরে নিয়ে আসব।’

তিনি আরও বলেন, ‘মোদি বাংলাদেশে আসার ঘোষণার পর থেকে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সে শুধু এদেশে শহীদদের রক্ত পান করেননি, পাশাপাশি করোনা সরবরাহ করে গেছেন।’

এসময় আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইশাকী ও হেফাজতে ইসলামের সদর উপজেলা সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

error: দুঃখিত!