২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | ভোর ৫:২৭
মুন্সিগঞ্জে হাসপাতালে ঢুকে মারপিটের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরের বেসরকারি ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে ঢুকে টেকনিশিয়ানকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

পরে নেতা তাঁর সহযোগীদের ডেকে এনে হাসপাতালে উত্তেজনাও তৈরি করেন। তিনি চাঁদা না পেয়ে গত শনিবার রাতে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডসংলগ্ন হাসপাতালটিতে এ ঘটনা ঘটান বলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ।

অভিযুক্ত অনিল আহমেদ জয় ষোলঘর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন।

হাসপাতালটির পরিচালক মো. রবিন বলেন, জয়ের নেতৃত্বে মাদকসহ একাধিক মামলার আসামি ইমরান হোসেন, আকাল বাবু, একই এলাকার হাবিবুর রহমান, আ. আলীম সহ বেশ কয়েকজন বিভিন্ন অজুহাতে প্রায়ই চাঁদা নিতেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। কয়েক দিন আগে জয় পিকনিকে যাওয়ার জন্য ২০ হাজার টাকা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় জয় শনিবার সন্ধ্যায় সিফাত নামে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে হাসপাতালে ঢুকে তাৎক্ষণিকভাবে রক্ত পরীক্ষার রিপোর্ট তৈরি করে দিতে বলেন। দ্রুত রিপোর্ট দেওয়া সম্ভব নয় জানালে জয় হাসপাতালের টেকনিশিয়ান মো. রিপনকে মারধর করেন। এরপর তাঁর ফোন পেয়ে সহযোগীরা ২০ থেকে ৩৫টি মোটরসাইকেলে করে এসে হাসপাতালে উত্তেজনা তৈরি করে।

এতে ভয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব গেলে পালিয়ে যায় তারা।

রবিন দাবি করেন, ঘটনার সব ফুটেজ হাসপাতালের সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে।

error: দুঃখিত!