মুন্সিগঞ্জ, ৪ মে, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শাহ্ সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোঃ আলী (৩৫) নামের একজন ব্যক্তি নিহত হয়েছে।
এ ঘটনায় মোঃ জসিম (৩০) নামের একজন গুরুতর আহত হয়েছে। আহত জসিমকে গুরুতর অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৪ মে) বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের ছাতিয়ান তলি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোঃ আলী মারা যায়। নিহত মোঃ আলী চাঁদপুর জেলার সদর উপজেলার পুরান বাজার এলাকার বাসিন্দা। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে তার পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং শাহ সিমেন্ট বহনকারী গাড়িতে হেল্পারি করতেন।
সিরাজদিখান থানার এস আই ইমরান জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।