মুন্সিগঞ্জ, ২৩ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় খোকন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মো. খোকন মিয়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লক্ষন খোলা গ্রামের মো.চাঁন বাদশার ছেলে।
শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি মেসার্স মুন ফিলিং ষ্টেশনের সামনে ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শাহজালাল বাবুল।
তিনি জানান, বিকাল ৪টার দিকে মুন ফিলিং ষ্টেশনের সামনে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-৪১৫৪) পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হন। স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে।