আসন্ন পৌরসভা নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভা থেকে মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুই পৌরসভার স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে তাদের প্রত্যায়ন পত্র জমা দেয়া হয়।
মুন্সিগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলে আজম জানান, এ পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মেয়র পদ থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এছাড়া ২নং ওয়ার্ড থেকে জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান, মোঃ সাহাবুদ্দিন (৩ নং ওয়ার্ড), আহসানুল্লাহ সিকদার (৫ নং ওয়ার্ড), মোঃ আলমগীর(৭ নং ওয়ার্ড) ও বজলুর রহমান (৮ নং ওয়ার্ড) তাদের কাউন্সিলর পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।
মিরকাদিম পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ফয়সাল কাদের জানান, মিরকাদিম পৌরসভা থেকে ১জন কাউন্সিলর প্রার্থী (মিরকাদিম ৩ নং ওয়ার্ড) মোঃ জহির রায়হান তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।
তিনি জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১ জন মেয়র সহ ৬ জন কাউন্সিলর তাদের প্রার্থীতা প্রত্যাহার করে। কাল (সোমবার ১৪ ডিসেম্বর) অন্যান্য সকল প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হবে।