৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৩৩
মুন্সিগঞ্জে স্ত্রী হত্যার বিচার চেয়ে সন্তানদের নিয়ে স্বামীর মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর ২০১৯, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

চার শিশু সন্তান নিয়ে স্ত্রী হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন প্রতিবন্ধী স্বামী।

রবিবার দুপুর ১টা হতে ২টা পর্যন্ত মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।

নিহত পারুলের ৩ মেয়ে নাতাশা (৬ মাস বাবার কোলে চড়ে), জান্নাত (৩), নুসরাত (৫) ও এক ছেলে মেহেদি হাসান (১২) মানববন্ধনে অংশ নিয়ে মা হত্যার বিচার চান। পারুলের স্বামী জুলহাস হালদার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

মানববন্ধনকারীরা বলেন, মামলা হওয়ার পর পুলিশ আসামিদের ধরতে যায়নি। পুলিশ চেষ্টা করলে আসামিদের গ্রেফতার করা সম্ভব হতো। তারা এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।

লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, পুলিশ আসামি ধরছে না এ অভিযোগ সঠিক নয়। বরং পারুল আহত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। এমনকি ময়নাতদন্ত ছাড়া লাশ এনে দাফনের চেষ্টা করা হচ্ছিল। আমি খবর পেয়ে লাশ থানায় এনে মামলা নেই। পুলিশ আসামিদের গ্রেফতারের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে লৌহজং উপজেলার বাসিরা গ্রামে দেবরের শাবলের আঘাতে খুন হন পারুল।

এ ঘটনায় পারুলের বাবা আকবর হোসেন মাদবর বাদী হয়ে দেবর আল আমিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

error: দুঃখিত!