মুন্সিগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরির বিরুদ্ধে জমি ও রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন
মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে সাধারণ মানুষের জমি, চলাচলের রাস্তা ও ফসলি জমি দখলের অভিযোগ এনে শাহ্ সিমেন্টের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী।
আজ বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা’র দিকে পশ্চিম মুক্তারপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন শাহ্ সিমেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ জমি দখলের অভিযোগ আনা বড় অংশের জমির মালিক আরশ দেওয়ান।
তার দাবি, শাহ্ সিমেন্ট কতৃপক্ষ দীর্ঘদিন যাবৎ আমার ৪৬ বিঘা, পশ্চিম মুক্তারপুর এলাকার মৃত শাহাবদ্দিন মাদবরের পুত্র আব্দুল আল মামুনের ১২ বিঘা, নয়াগাও এলাকার মৃত আব্দুর রব এর পুত্র মোঃ রফিকের ১৫ বিঘা সহ সর্বমোট ২৭ জন মালিকের ১০৩ একর জমির দখল করে আছে৷ এ নিয়ে তারা জেলা প্রশাসন, থানা-পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও অদৃশ্য কারনে সমাধান পাননি। উল্টো শাহ্ সিমেন্ট কতৃপক্ষ তাদের উপর বিভিন্ন সময়ে চড়াও হয়। দখলকৃত জমির বাজার মূল্য প্রায় দেড়শ কোটি টাকা।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, সিমেন্ট ফ্যাক্টরির দখলকৃত জমিগুলো ৩ ফসলি জমি ছিলো। গত ১০-১৫ বছর আগেও এই এলাকায় বিভিন্ন ধরনের সবজির আবাদ হত। ধীরে ধীরে সিমেন্ট কোম্পানি ফসলি জমিগুলো দখলে নিয়ে নেই। এরপরও কিছু জমিতে তারা ফসল আবাদ করতেন৷ কিন্তু সেটিও শেষ রক্ষা হয়নি সিমেন্ট ফ্যাক্টরির দখল থেকে।
অভিযোগের বিষয়ে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরির ম্যানেজার কাঞ্চন জব্বার বলেন, যেসব জমি নিয়ে বিরোধ আছে সেগেুলো নিয়ে আদালতে মামলা চলমান আছে। এ বিষয়ে কিছু বলতে চাই না। তবে আজ তারা কেন মানববন্ধন করেছে আমার জানা নেই।


