২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৫৯
মুন্সিগঞ্জে সাড়ে ৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারের দশকানী এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ৩২ লাখ ৯০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। যার মূল্য ৬ কোটি ৫৮ লাখ টাকা।

আবু সুফিয়ান নামে ২টি কারখানা ও দূর্গা বাড়ির জাকির হোসেন, হারুন ছৈয়াল এবং আলাউদ্দিন ছৈয়ালের বাড়ি থেকে জালগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ পরে জব্দ করা অবৈধ কারেন্ট জাল মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে আগুনে পুরে বিনষ্ট করেন। অভিযানে ২ জনকে আটক করা হয়।

আটককৃত হলো, দশকানীর শহিদুল্লাহ হালদারের ছেলে মো. আবু সুফিয়ান (৪৭), দশকানীর মোকলেস খার ছেলে মো. আনিস খাঁ (৪২)।

অভিযানে অংশ নেয়া মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ডিবির ওসি এস এম আলমগীর হোসাইন, ডিবির ইন্সেপেক্টর আনিচুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

error: দুঃখিত!