৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৪৩
মুন্সিগঞ্জে সাড়ে ১৪ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ১ হাজার ৯ শত ৬ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৪৯ হাজার টাকা।

এছাড়াও এসময় ১৫৫ বস্তা (১২ হাজার ৪শত পিস ববিন) জব্দ করা হয়।

এ বিষয়ে নৌ পুলিশ জানায়, সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে সদরের গোসাইবাগ ও নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।

এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মিনা মাহমুদা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) আনিসুর রহমান, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁনসহ সঙ্গীয় ফোর্স।

error: দুঃখিত!