মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার বাড়ি রাস্তার গাছ কর্তন করা হয়েছে।
ওই ওয়ার্ডের উত্তর কোলাপাড়া গ্রামের আলী একাব্বরের ছেলে শহিদুল চকিদারের বিরুদ্ধে এই গাছ কর্তনের অভিযোগ উঠে। কড়ই জাতের বিশাল গাছটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, জয়নাল হাজীর বাড়ির সামনে ইট সলিং রাস্তাটির দক্ষিণ পাশে বড় আকারের কড়ই গাছটি কেটে শ্রমিকরা ট্রলিতে উঠাচ্ছেন। এ সময় ইয়াছিন বেপারী ও জনি নামে ২ ব্যক্তি বলেন, ৬ হাজার টাকায় গাছ কাটার ঠিকা নিয়েছেন। গাছটি কাটার জন্য শহিদুল চকিদার তাদের নির্দেশ দেন। গাছটি এখন দামলা এলাকায় অজিৎতের স’মিলে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে শহিদুল চকিদারের বাড়িতে গিয়ে তার স্বাক্ষাৎ পাওয়া যায়নি। পরে উপস্থিত শ্রমিকদের কাছে শহিদুল চকিদারের মোবাইল ফোন নম্বার চাওয়া হলেও যোগাযোগের জন্য কোন ফোন নম্বর দিতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে রাস্তার গাছ বিনা পারমিশনে কাটা যাবে না।
শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা সেলিম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন লৌহজংয়ে আছি। এলাকায় ফিরে এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।