২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:২২
মুন্সিগঞ্জে সম্পত্তির জন্য ভাইয়ের হাতে ভাই রক্তাক্ত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৬ নভেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইদের হাতে ছোট ভাই রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।

উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে মোঃ মিলন সরদার (৩৩) কে কিল, ঘুষি ও পিটিয়ে রক্তাত্ত জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে মিলন সরদার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছে।

জানা যায়, দীর্ঘ দিন যাবত মিলনের সাথে তার দুই ভাই জুয়েল সরদার (৩৮) ও সোহেল সরদার (৩৬) জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। জোরপূর্বক মিলনকে সম্পত্তি লিখে দেয়ার জন্য বড় ২ ভাই চাপ প্রয়োগ করে আসছে। মিলন মাকে নিয়ে গ্রামের বাড়ীতে বসবাস করে অন্য ২ ভাই ফতল্লায় বসবাস করে। মঙ্গলবার বিকালে জুয়েল, সোহেল বাড়ীতে এসে মিলনের উপর সম্পত্তির বিষয়ে চাপ দিলে কথা কাটাকাটি এক পর্যায় মিলনকে কিল, ঘুষি, পিটিয়ে রক্তাত্ত জখম করে। মা বাধা দিতে আসলে মাকেও মারধর করে। মিলনের চিৎকারে আশে পাশের লোক এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। এলাকাবাসী অভিযোগ করে বলেন জুয়েল ও সোহেল কিছুদিন পরপর এসে মিলনকে মারধর করে।

ভুক্তভোগী মিলন জানান, আমার সম্পত্তির জন্য ২ ভাই আমাকে কিছুদিন পরপর মারধর করে। আমার জীবনের নিরাপত্তা নাই। তারা কোন বিচার মানে না। আমার সব সম্পত্তি লিখে দিতে বলে।

মিলনের দুলাভাই রহিম চৌধরী জানান, কিছু দিন পরপর সম্পত্তির জন্য মিলনকে মারধর করে হাসপাতালে ভর্তি করে। অনেক বার বিচার সালিশ করেও কোন সমাধান হয়নি। বড় ২ জন কোন বিচার মানেনা। যেভাবে মারধর করে কোন দিন জানি একবারে মেরে ফেলে।অভিযুক্ত সোহেল জানান, আমার কাছে জানার কি আছে? ১০ বার মারছি। তার থেকে জিজ্ঞাস করেন।

অভিযুক্ত জুয়েল বলেন, জমি জমা ভাগ হইছে ৫ বছর আগে তখন কোনো লেখা লেখি হয় নাই। একটা জমি বিক্রির বিষয়ে সোহেল, বোন ও মা স্টামে স্বাক্ষর করে কিন্তু মিলন করবে না। উল্টা আমাদের নামে মানুষের কাছে খারাপ কথা বলে।

সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!