২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:৩২
মুন্সিগঞ্জে সনাতন ধর্মালম্বীদের হোমযজ্ঞ পালন
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় বিশ্ব শান্তি কামনায় সানাতন ধর্মাবলী হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে দেওভোগ মাধব দেবনাথ এর বাড়িতে এ হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়।

লক্ষণ দেবনাথ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চট্রগ্রামএর তপোভন আশ্রমের সাধু গুরুরা উপস্থিত ছিলেন। এ সময় হরি ওঁ তৎসৎ ওঁ নমো ভগবতে সুরেশ্বরায় পার্থনায় হাজার হাজার ভক্তগন উপস্থিত হয়ে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন। যাতে বিশ্ব মানুষ শান্তিতে থাকতে পারে এর জন্য সানাতন ধর্মাবলী হোমযজ্ঞ করে।

অপর দিকে এ হোমযজ্ঞ তিনদিন ব্যাপী চলবে। এবং গুণীজন সংবর্ধনা ও পুরুস্কার বিতরন, ধর্মসভা, সঙ্গীতানুষ্ঠান, সমবেত উপাসনা,মঙ্গল ঘট স্থাপন ওশ্রী শ্রী গীতা হোমযজ্ঞের অধিবাস দিয়ে শেষ হবে। হোমযজ্ঞ প্রতিদিন রাত ১০টা প্রর্যন্ত অনুষ্ঠিত হবে। পরে সবাইকে মাহা প্রসাদ বিতরেন মধ্য দিয়ে হোমযজ্ঞ সমাপ্ত হবে।

error: দুঃখিত!