১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১১:০৩
মুন্সিগঞ্জে সড়কে থাকা মানুষজনকে ৭০০ লিটার শরবত খাওয়ালো স্বেচ্ছাসেবীরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বৈশাখের প্রখর রোদে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তখন বিপাকে পড়া ক্লান্ত পথচারী ও শ্রমজীবীদের মাঝে শীতল শরবত বিতরণ করেছে মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র নামের একটি সংগঠন।

এসময় প্রায় আড়াই হাজার মানুষকে ৭০০ লিটার শরবত খাওয়ায় তারা।

বুধবার দুপুরে শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমির সামনে দেখা মেলে এ উদ্যোগের।

স্থানীয়রা বলছে, তীব্র গরমে এমন উদ্যোগ ভালো লেগেছে। এমন চিত্র সচরাচর দেখা যায় না। তাদের এই মানবিক কাজ সমাজের সকল স্তরে প্রশংসা ও অনুকরণের যোগ্য।

মুন্সিগঞ্জ সেবা কেন্দ্রের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুই বলেন, তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে থাকি।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাকিবুল, আলিছা, রাফসান, মরিয়াম, রাফি ও ফয়সাল।

error: দুঃখিত!