১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১০:৪৭
মুন্সিগঞ্জে শ্রমিক লীগের দুই পক্ষ মুখোমুখি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ জুন ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে বিবদমান দুই পক্ষের দ্বন্দ প্রকাশ্যে দেখা দিয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারী পৃথক দুইটি পক্ষ ভিন্ন অভিযোগ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

গেল শনিবার (২৪ জুন) দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান অনুসারী শ্রমিক লীগ নেতা আক্কাস আলী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

তিনি জানান, গেল ২৭ মে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আযম খসরু স্বাক্ষরিত আবুল কাশেমকে আহবায়ক ও সালমান খানকে সদস্য সচিব করে স্বাক্ষরিত জেলা কমিটি বৈধ নয়। তাই ২০১৯ সালের জুলাইতে অনুমোদিত মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সোহেল মোল্লা ও ও সদস্য সচিব শেখ আরফান হোসেনের নেতৃত্বাধীন কমিটিকে বৈধ ঘোষণা করে আগামী ১৫ জুলাই (শনিবার) সম্মেলন আয়োজনের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর কুতুব আলম মান্নান।

এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৬ জুন) সকালে মুন্সিগঞ্জ শহরের মালপাড়া এলাকায় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিক সস্মেলন করেন শ্রমিক লীগ নেতা আবুল কাশেম।

সংবাদ সম্মেলনে আবুল কাশেম কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আযম খসরু স্বাক্ষরিত ‘বিজ্ঞপ্তি’ উপস্থাপন করে বলেন, গেল ২০ জুন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত আগামী ১৫ জুলাই মুন্সিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি সংক্রান্ত চিঠি সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী বাতিল করেছেন সাধারণ সম্পাদক আযম খসরু।

তিনি জানান, গেল ২০ মে সংগঠনের সাধারণ সম্পাদক কতৃক যে সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি দেয়া হয়েছিলো সেটিই বৈধ। সেই অনুযায়ী উপজেলা সম্মেলন করে জেলা সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কাশেম-সালমানের নেতৃত্বাধীন জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি।

error: দুঃখিত!