৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে লক্ষাধিক টাকার আলু ক্ষেত আগুন দিয়ে জ্বালিয়ে দিলো দুর্বৃত্তরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৩০ নভেম্বর, ২০১৯, আরিফ হোসেন হারিছ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিযনের ভূইরা গ্রামে এক গরিব কৃষকের দেড় বিঘা জমির আলু ক্ষেতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সদ্য আলুবোনা ক্ষেতে আগুন লাগানো হয় বলে অভিযোগ করেছেন কৃষক মোঃ আজিজুল দেওয়ান(৫৫)।

তিনি বয়রাগাদী ভূইরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ভূমিহীন মোঃ আজিজুল দেওয়ান জীবিকা নির্বাহে অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

চলতি মৌসুমে কৃষক মোঃ আজিজুল দেওয়ান একই গ্রামের আব্দুল রাজ্জাকের স্ত্রী মমতাজ বেগমের কাছ থেকে দেড় বিঘা জমি বর্গা নিয়ে গত কার্তিক মাসের প্রথম সপ্তাহে গোল আলু চাষ করে। জমিতে আলুর গাছে কেবল মাত্র গুটি ধরেছে।

মোঃ আজিজুল দেওয়ান বলেন, গত বুধবার ভোর ৫টার দিকে ৪/৫ ব্যক্তি আমার আলু জমিতে লাঙ্গল লাগিয়ে মঈ দিয়ে এর পর আগুন লাগিয়ে দেয়। তাতে আমার জমির আলু গাছ জ্বলে নষ্ট হয়ে যায়। লোক মুখে খবর পেয়ে আগুন লাগানোর সময় আমি ক্ষেত দেখতে গেলে হ্যাপী ইসলাম তালুকদারের ভারাটে গুন্ডা জালাউদ্দিন তালুকদারের ছেলে নিজাম উদ্দিন তালুকদার, সৈকত, নাজমূল সহ অজ্ঞাত আরেক জন আমাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। আলু ক্ষেত জ্বালিয়ে তারা আমার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে।

মমতাজ বেগমদের সাথে পুর্বের শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ আমার বোনা আলুর গাছ প্রথমে মঈ দিয়ে পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ আজিজুল দেওয়ান একজন গরিব কৃষক। দুই সপ্তাহ আগে জমিতে আলু বুনে ধানের খড় দিয়ে জমি ঢেকে দেয়। গত বুধবার সকালে তার ক্ষেতে আগুনে দেওয়া হয়েছে। ওই দিন এলাকায় ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনার পর কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত হ্যাপী আক্তার বলেন এই জমি আমাদের।

এ ব্যাপারে সিরাজদিখান থানার এস আই মোঃ রিপন আলী বলেন, মমতাজ বেগম তার বর্গা চাষীর আলু ক্ষেতে আগুন দেওয়ায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি ওসি সাহেব অবগত আছেন। দুই পক্ষকে ডাকা হয়েছে । তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!